বিস্তারিত সংবাদ
বির্তকিত ৫৭ ধারা বিলুপ্ত ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে বনপা’র অভিনন্দন
বির্তকিত আইন ৫৭ধারাসহ ৫৪,৫৫,৫৬,ও ৬৬ ধারা বিলুপ্তি করার সিদ্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন ( বনপা)’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন, সিনিয়র সভাপতি ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক আকতার চৌধুরী, বনপা’র সাধারণ সম্পাদক ইঞ্জি : রোকমুনুর জামান রনিসহ বনপা’র সকল সদস্য।
অভিনন্দন বার্তায় বনপা নেতৃবৃন্দ উল্লেখ করেন মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনা বনপাসহ সারা দেশের সাংবাদিকদের দাবির প্রতি সহানুভুতি দেখিয়ে ৫৭ ধারার মত বির্তকিত আইন বাতিল করে প্রমাণ করলেন তিনি সত্যিই স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। সেই সাথে তিনি যে প্রকৃত পক্ষেই জনগণের কল্যাণে রাজনীতি করেন তা প্রমানিত।বনপা নেতৃবৃন্দ আরো বলেন,যারা প্রকৃত সাংবাদিকদের স্বার্থের বিরুদ্ধে কাজ করেন তারা জনগণের বন্ধু হতে পারে না।
বনপা’ নেতৃবৃন্দ পুনরায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, জননেত্রীর সকল কাজের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করবে বনপা। বনপা’র সকল সদস্য জননেত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রসৈনিক হিসেবে কাজ করছে বলে জানান।
উল্লেখ্য গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে 'ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮'-এর খসড়া অনুমোদন পেয়েছে। নতুন আইন পাস হলে তথ্যপ্রযুক্তি আইনের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা আপনা আপনি বিলুপ্ত হয়ে যাবে।