নোটিশ বিস্তারিত

২৪ জুন রাত ৯ টায় অনলাইনে সাংবাদিক প্রশিক্ষণ জুমে অনুষ্ঠিত হবে

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন - বনপা'র আয়োজিত ২৪ জুন ১ম দিন অনলাইনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় আলোচনার বিষয় থাকছেঃ

অনলাইন সাংবাদিকতা, মোবাইল সাংবাদিকতা, সাংবাদিকের জন্য আইনের কঠিন ধারা বিষয়ে আলোচনা, সাংবাদিকতায় পেশাগত সচেতনতায় আইনের ফাকদিয়ে বেড়িয়ে যাওয়ার উপায় বিষয়ে আলোচনা, মানবাধিকার বিষয়ক রিপোর্টিং, অনুসন্ধানী প্রতিবেদন লিখন, আইন-আদালত বিষয়ক রিপোর্টিং, অপরাধ বিষয়ক রিপোর্টিং, সাংবাদিকরা তথ্য ও প্রযুক্তি বিষয়ক রিপোর্টিং সহ দেশের আইন মেনে সাংবাদিকতায় ভূমিকা রাখা বিষয়ে আলোচনা এবং আইন ও সাংবাদিক বিষয়ে ব্যাখ্যা।

২৪ জুন ২০২০ রোজ বুধবার রাত ৯ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত চলবে। (পরের ক্লাস আবার সবাই কে জানিয়ে দেওয়া হবে)

"অনলাইন সাংবাদিক প্রশিক্ষণ ২০২০" এর নিবন্ধন কারী সকল সাংবাদিকগন কে নিজ নিজ মোবাইলে রাত ৯টায় জুম ভিডিও সফটওয়্যারের আইডি পাসওয়ার্ড sms এ দেওয়া হবে।

আপনাদের কে ইন্টারনেট সংযুক্ত ল্যাপটপ নিয়ে যথাসমায় পুস্তুত থাকার অনুরোধ করা হইল।

 

২৪ জুন ২০২০ প্রশিক্ষক হিসাবে থাকছেনঃ

খন্দকার হাসান শাহ‌রিয়ার, এলএল.‌বি (অনার্স), এলএল.এম, পিএইচ‌ডি গ‌বেষক (সাইবার ক্রাইম ও সাইবার ল)।

‌পি‌জি‌ডি ইন জার্না‌লিজম (বাংলা‌দেশ প্রেস ইন‌স্টি‌টিউট)।

‌পি‌জি‌ডি ইন জে‌নোসাইড স্টা‌ডিজ (ঢাকা বিশ্ব‌বিদ্যালয়)।

‌পি‌জি‌ডি ইন হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড।

এড‌ভো‌কেট বাংলা‌দেশ সুপ্রীম কোর্ট।

‌সি‌নিয়র লেকচারার আইন অনুষদ ইউনিভা‌র্সি‌টি অব এশিয়া প্যা‌সি‌ফিক বাংলা‌দেশ।

সম্পাদক ও প্রকাশক বেস্ট নিউজ ডট কম ডট বি‌ডি।

সদস্য, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন - বনপা।

ভাইস চেয়ারম্যান কম‌প্লেইন্ট ম্যা‌নেজ‌মেন্ট এন্ড লিগ্যাল ইসু স্ট্যা‌ন্ডিং ক‌মি‌টি ইকমার্স এসো‌সি‌য়েশন অব বাংলা‌দেশ।

 

 

বিঃ দ্রঃ প্রতি ক্লাসের পূর্বে উক্ত ক্লাসের আলোচনার বিষয়বস্তু ও প্রশিক্ষকের তথ্য জানিয়ে দেওয়া হবে।

 

ধন্যবাদান্তে-

রোকমুনুর জামান রনি, সাধারণ সম্পাদক, বনপা।

Download

নিউজ