নোটিশ বিস্তারিত

বনপার জরুরী সভা (বুধবার) ৬ অক্টোবর-২০২১, রাত ৯ ঘটিকায়

আগামী ৬ অক্টোবর ২০২১ রোজ বুধবার রাত ৯ ঘটিকায় বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপার প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপনের সভাপতিতে ও সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনির পরিচালনায় অনলাইন প্ল্যাটফর্ম 'জুম' এর ভিডিও কনফারেন্সে বনপার জরুরী সভা অনুষ্ঠিত হবে।

জুম মিটিং আইডিঃ  575 580 3233    এবং     জুম মিটিং পাসওয়ার্ডঃ  DZS@2020

বনপার সাধারণ সম্পাদক, রোকমুনুর জামান রনি, সকল সদস্যদের উক্ত ভার্চুয়াল সভায় উপস্থিত থেকে মতামত দেওয়ার অনুরোধ করেছেন।

জরুরী সভার আলোচ্যসূচীঃ-

১) ১৫ অক্টোবর বনপার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিষয়ে আলোচনা।

২) নিউজ পোর্টাল নিবন্ধন সহ বর্তমান প্রেক্ষাপটে বনপার সাংগঠনিক কর্মপরিকল্পনা।

৩) বনপার জেলা/বিভাগ কমিটি গঠন ও অনুমোদন।

৪) বিবিধ।

 

 



Download

নিউজ