নোটিশ

বিস্তারিত সংবাদ

২০১৭-১৮ সালের জন্য বনপা’র ৯ সদস্য বিশিষ্ট নীতিনির্ধারনী কমিটি গঠন

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র ৯ সদস্য বিশিষ্ট নীতিনির্ধারনী কমিটি সাংগঠনিক ক্ষমতা বলে অনুমোদন করেছেন সভাপতি শামসুল আলম স্বপন। গঠনতন্ত্র এ নীতিনির্ধারনী কমিটি অনুমোদনের ক্ষমতা কেন্দ্রীয় সভাপতির উল্লেখ আছে। এছাড়া পদাধিকারবলে কেন্দ্রীয় সভাপতি নীতিনির্ধারনী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নীতিনির্ধারনী কমিটির সম্পাদক পদে থাকবেন বলে উল্লেখ আছে। 

উক্ত কমিটি আগামী ২ বছরের জন্য গঠন করা হয়েছে। 

বনপা’র সদস্যদের কল্যাণে নতুন কর্মসূচি প্রণয়ন  ও তার বাস্তবায়নে এই কমিটি গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক এ এইচ এম রোকমুনুর জামান রনি।

নীতিনির্ধারনী কমিটির সদস্য হলেন যারাঃ 

(১) শামসুল আলম স্বপন (সভাপতি)
(২) অধ্যাপক আকতার চৌধুরী (সদস্য)
(৩) নির্মল বড়ুয়া মিলন (সদস্য)
(৪) মুহিত চৌধুরী (সদস্য)
(৫) মিজানুর রহমান হেলাল (সদস্য)
(৬) মোঃ সাইফুল ইসলাম মোল্লা (সদস্য)
(৭) হারুন উর রশিদ (সদস্য)
(৮) অধ্যাপক জাকির সেলিম (সদস্য)
(৯) এ এইচ এম রোকমুনুর জামান রনি (সম্পাদক)

 

স্বাক্ষরিত

শামসুল আলম স্বপন
সভাপতি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)
Mob: 01716954919


নিউজ