নোটিশ

বিস্তারিত সংবাদ

বনপার ৯ সদস্য বিশিষ্ট নীতিনির্ধারনী কমিটির সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন আগামী ৭ মে ২০১৭ পর্যন্ত

বনপার ৯ সদস্য বিশিষ্ট নীতিনির্ধারনী কমিটির সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন আগামী ৭ মে ২০১৭ পর্যন্ত

 

গঠনতন্ত্র মোতাবেক পদাধিকার বলে বনপার কার্যনির্বাহী কমিটির সভাপতি শামসুল আলম স্বপন (নীতিনির্ধারনী কমিটির সভাপতি) ও সাধারন সম্পাদক এ এইচ এম রোকমুনুর জামান রনি (নীতিনির্ধারনী কমিটির সম্পাদক) থাকবেন ।
সাধারণ সম্পাদকের সুপারিশে, সভাপতি যাচাই বাচাই পূর্বক নীতিনির্ধারনী কমিটির বাকী ৭ জন সদস্য মনোনীত করবেন।

 

বনপার নীতিনির্ধারনী কমিটির সদস্য পদের জন্য আবেদনকারীর যোগ্যতা সমূহঃ

১) বনপার আজীবন সদস্য হতে হবে।
২) বয়স ৩৫ বছর বা তার উপরের হতে হবে। 
৩) কেন্দ্রীয় কমিটি ছাড়া বনপার বিভাগ/জেলা/উপজেলা কমিটিতে থাকতে পারবেন না।
৫) বনপার সদস্য হিসেবে সর্ব নিম্ন ১ বছরের সম্পৃক্ততা থাকতে হবে।

 

আগ্রহীদের আবেদন করার জন্য বনপার সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি, (০১৭২২১৫৮১৩০) এর সঙ্গে যোগাযোগ করতে বলা হল।

 

শামসুল আলম স্বপন
সভাপতি 
 বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)
মোবাইল : ০১৭১৬৯৫৪৯১৯


নিউজ