নোটিশ

বিস্তারিত সংবাদ

চট্টগ্রামের সীতাকুন্ডে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮ সাংবাদিকে বনপা’র সনদ বিতরণ

বাংলাদেশ নিউজ পোর্টাল এসোসিয়েশন ( বনপা) উদ্যোগে চট্টগ্রামে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সীতাকুণ্ড অঞ্চলের সাংবাদিকদের হাতে সনদপত্র প্রদান অনুষ্ঠান গত ১৪ সেপ্টেম্বর ফৌজদার হাটস্থ রেডচিকেন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ।

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিউজ পোর্টাল এসোসিয়েশন  বনপা'র কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ,অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সকালের বার্তা ‘র প্রকাশক ও সম্পাদক  গোলাম আকবর চৌধুরী ।

সভাপতিত্ব করেন সীতাকুণ্ড অনলাইন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নুরুল কবির দুলাল।

প্রধান অতিথি বনপা কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বলেন, সীতাকুণ্ড অনলাইন প্রেসক্লাব বাংলাদেশের একটি রোল মডেল । এই অনলাইন প্রেসক্লাবের আদলে সবাই এগিয়ে আসছে অনলাইন প্রেসক্লাব করার জন্যে ।

শেষে প্রশিক্ষণ প্রাপ্ত সীতাকুণ্ড অনলাইন প্রেসক্লাবের ১৮ জন সাংবাদিকের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি , উদ্বোধক এবং উপস্থিত অতিথিবৃন্দ ।


নিউজ