নোটিশ বিস্তারিত
২৮ জুন রাত ৯টায় অনলাইনে সাংবাদিক প্রশিক্ষণ জুমে অনুষ্ঠিত হবে
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন - বনপা'র আয়োজিত ২৮ জুন ৩য় দিন অনলাইনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় আলোচনার বিষয় থাকছেঃ
* সংবাদ লিখন কৌশল এর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা।
* সংবাদ লিখন প্রক্রিয়া সহ ধাপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা।
* সংবাদ সংগ্রহের জন্য অনেক আগে থেকেই সাংবাদিকরা একটি সহজ
পদ্ধতি ব্যবহার করে থাকেন । এ পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় ''ফাইভ
ডাব্লুউ ওয়ান এইচ '' ফরমুলা। বাংলায় বলা হয় ''ষড় ক'' ফরমূলা ।
নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে তা ব্যাখ্যা করা।
"অনলাইন সাংবাদিক প্রশিক্ষণ ২০২০" এর নিবন্ধন কারী সকল সাংবাদিকগন কে নিজ নিজ মোবাইলে রাত ৯টায় জুম ভিডিও সফটওয়্যারের আইডি পাসওয়ার্ড sms এ দেওয়া হবে।
আপনাদের কে ইন্টারনেট সংযুক্ত ল্যাপটপ নিয়ে যথাসমায় পুস্তুত থাকার অনুরোধ করা হইল।
২৮ জুন ২০২০ প্রশিক্ষক হিসাবে থাকছেনঃ
হাসানুর রহমান খান।
বিশিষ্ট সিনিয়ার সাংবাদিক।
পিজিডি ইন জার্নালিজম (বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট)।
মাস্টার্স , গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রধান সমন্বয়ক, বনপা সাংবাদিক প্রশিক্ষণ-২০২০
বিঃ দ্রঃ প্রতি ক্লাসের পূর্বে উক্ত ক্লাসের আলোচনার বিষয়বস্তু ও প্রশিক্ষকের তথ্য জানিয়ে দেওয়া হবে।
ধন্যবাদান্তে-
রোকমুনুর জামান রনি, সাধারণ সম্পাদক, বনপা।