অনলাইন নিউজ পোর্টাল মালিকদের দ্বিতীয় আবাসভূমি!
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন - বনপা একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১২ নামে তথ্য মন্ত্রণালয়ের চাপিয়ে দেয়া নীতিমালার বিরুদ্ধে দেশের অনলাইন নিউজ পোর্টাল প্রকাশক ও সম্পাদকদের সুসংগঠিত করে ২০১২ সালের ১৫ অক্টোবর জাতীয় যাদুঘর মিলনায়তন থেকে প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন এর নেতৃত্বে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন - বনপা’র যাত্রা শুরু হয়। বাংলাদেশের উদিয়মান অনলাইন মিডিয়ার প্রচার, প্রসার ও সার্বিক উন্নয়নে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে “বনপা” নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।