নোটিশ

বিস্তারিত সংবাদ

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন বিষয়ে মাননীয় তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন ( বনপা )’র পক্ষ থেকে অনুরোধ জানাতে চাই যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য সার্কুলার দিলে ২০১৫-১৬ সালে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য তথ্যমন্ত্রনালয়ে অনেকেই আবেদন করেন।

আবেদিত নিউজ পোর্টালগুলো নিবন্ধনের জন্য সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা একাধিক বার তদন্ত করে আপনার দপ্তরে রিপোর্ট প্রদান করেন। রিপোর্ট গুলো দীর্ঘদিন জমা পড়লেও আজ পর্যন্ত প্রথম দিকের আবেদিত নিউজ পোর্টালগুলো নিবন্ধন পায়নি ।

এর মধ্যে গত ১৪ সেপ্টেম্বর দেশের অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দেয় মহামান্য হাইকোট। আদালতের নির্দেশ অনুযায়ী ২৮ সেপ্টেম্বর-২০২১ থেকে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। আদালতের নির্দেশে অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরুর একই দিন প্রক্রিয়াটি স্থগিত করা হয়।  এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হবে।

আমাদের প্রশ্ন হলো আদালতের আদেশ পালন করতে গিয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত   নিউজ পোর্টাল গুলোর উপর কেন বন্ধের খড়গ পড়বে?
অধিকাংশ নিউজ পোর্টাল গুলো মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনে সারথী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে ।

যে সকল নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদনই করেনি তাদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত  মেনে নিতে কারো কোন আপত্তি নেই। সম্প্রতি আপনার দপ্তর থেকে নিউজ পোর্টাল নিবন্ধন দেয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের দাবি  প্রথম দিকে যারা আবেদন করেছিলেন সেই সিরিয়াল অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করা হোক।  আপনার সাফল্য কামনা করি।


ধন্যবাদসহ-
শামসুল আলম স্বপন, সভাপতি,বনপা
 


নিউজ