নোটিশ

বিস্তারিত সংবাদ

বনপার সাংবাদিক প্রশিক্ষণ, প্রকাশনা ও প্রচার-উপ-কমিটি-২০২১ অনুমোদন

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা’র ১৯ জুন ২০২১ এর জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি শামসুল আলম স্বপনের নির্দেশে  সাংবাদিক প্রশিক্ষণ, প্রকাশনা ও প্রচার-উপ-কমিটি-২০২১ অনুমোদন করেন সংগঠনের সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি। 

বনপার সদস্যদের পেশাগত মান উন্নয়নে ভূমিকা রাখা সহ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা’র সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধি করবেন বলে আশা করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।  বনপার সাধারন সম্পাদক আরও বলেন, সারাদেশে সাংবাদিকদের পাঁশে দাঁড়াতে, বনপার সক্রিয় সদস্য ও আইনজীবীদের নিয়ে ঈদের পর  "সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ও আইন সহায়ক উপ-কমিটি" গঠন করা হবে। 

সাংবাদিক প্রশিক্ষণ, প্রকাশনা ও প্রচার-উপ-কমিটি-২০২১  
 
উপদেষ্টাঃ
শামসুল আলম স্বপন, সভাপতি, বনপা।
রোকমুনুর জামান রনি, সাঃসম্পাদক, বনপা।

আহ্বায়কঃ খন্দকার হাসান শাহারিয়ার।
যুগ্ম আহবায়কঃ শাহাদাৎ হোসেন আশরাফ।
সদস্য সচিবঃ বকুল হাসানুর রহমান খান।

সদস্য সমূহঃ
 অধ্যাপক আকতার চৌঃ কক্সবাজার।
সুজন ভৌমিক, মাগুরা। 
সাইফুল ইসলাম, সিলেট। 
পলাশ বড়ুয়া, কক্সবাজার।
সফিকুল ইসলাম প্রধান, নরসিংদী।
শেখ মোঃ নুরুল হুদা, ঢাকা।  
নিত্যানন্দ সরকার, সাতক্ষীরা। 
তারিক আজিজ জামী,বান্দরবান।
নজরুল ইসলাম নয়ন দয়া, ঢাকা।
আসমিন ফারহা আঁখি, রংপুর।
মুহিত চৌধুরী, সিলেট। 
জুই চাকমা, রাঙ্গামাটি।
মিজানুর রহমান জনি,মেহেরপুর। 
আতিকুজ্জামান ভুঁইয়া, নারায়ণগঞ্জ। 
সোহেল রানা, সিরাজগঞ্জ। 
জাহাঙ্গীর আলম, মুন্সিগঞ্জ। 
আশিক খান,চাঁদপুর।  
সুলাইমান মেহেদী হাসান, চট্টগ্রাম।
খলিল উদ্দিন ফরিদ, ভোলা।
শামিম রেজা, গাইবান্ধা।


নিউজ