নোটিশ বিস্তারিত
আজ (১৪ সেপ্টেম্বর) রাত ৯ টায় জুমে বনপার জরুরী সভার আহ্বান
“অনিবন্ধিত ও অননুমোদিত অনলাইন নিউজ পোর্টাল ১ সপ্তহের মধ্যে বন্ধের নির্দেশ” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় করণীয় নির্ধারণে আজ (১৪ সেপ্টেম্বর) রাত ৯ টায় বনপার জরুরী সভার আহ্বান
এমতবস্থায় বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন - বনপা, মহামান্য হাইকোর্ট এর নির্দেশের বিষয়টি গভীর ভাবে পর্যবেক্ষণ করছে এছাড়াও বনপার আইনজীবী প্যানেল উক্ত বিষয়টি নিয়ে কাজ করছে এবং সভাপতি শামসুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি কে অবহিত করে চলছে।
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯ ঘটিকায়। বনপার প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনির পরিচালনায় সমসাময়িক বিষয়গুলী নিয়ে আলোচনা ও পরবর্তী করনীয় নির্ধারণের জন্য জরুরী ভার্চুয়াল সভার আয়োজন করেছে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন - বনপা।
জুম মিটিং আইডিঃ 575 580 3233 এবং জুম মিটিং পাসওয়ার্ডঃ DZS@2020
https://us02web.zoom.us/j/5755803233?pwd=MGNBT0plL0lmTVpzR2hreWVUQ2JCdz09
বনপার সাধারণ সম্পাদক, রোকমুনুর জামান রনি, সকল সদস্যদের উক্ত ভার্চুয়াল সভায় উপস্থিত থেকে মতামত দেওয়ার অনুরোধ করেছেন। সেই সাথে সদস্যদের স্বার্থে কাজ করার জন্য বনপার আইন উপদেষ্টা বৃন্দ ও আইন বিষয়ক উপকমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
বিঃদ্রঃ বনপার অফিসিয়াল (www.facebook.com/bonpa2012) ফেসবুক পেইজে ও বনপার ওয়েবসাইট (www.bonpa.org) নোটিশ বোর্ডে জুম মিটিং আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে।
Download