নোটিশ

বিস্তারিত সংবাদ

মন্ত্রীসভা সম্প্রসারণ করায় প্রধানমন্ত্রীকে বনপা’র অভিনন্দন

বাড়ল মন্ত্রীসভার পরিধি। পূর্ণমন্ত্রী হিসেবে তিনজন ও প্রতিমন্ত্রী হিসেবে একজন শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, লক্ষ্মীপুরের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, তথ্যপ্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার। প্রতিমন্ত্রী হয়েছেন রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলী। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় যুক্ত হলেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার।
 

দেশের কল্যাণে বছরের শুরুতেই মন্ত্রীসভা সম্প্রসারণ করায় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা,মাদার অব হিউমিনিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান’র কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)’র পক্ষ থেকে নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন,সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক আকতার চৌধুরী, বনপা’র সাধারণ সম্পাদক ইঞ্জি:রোকমুনুর জামান রনি বলেন, শত বাধা সত্বেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর দুরদর্শী নেতৃত্ব দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন । মন্ত্রীসভা সম্প্রসারণ এবং উপযুক্ত ব্যক্তিদের সংশ্লিষ্ট দপ্তরে দায়িত্ব প্রদান করায় বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)’র সকল সদস্যের পক্ষ  থেকে প্রধানমন্ত্রী ও নবনিযুক্ত মন্ত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।


নিউজ