নোটিশ বিস্তারিত
২৫ সেপ্টেম্বর শনিবার রাত ৯ টায় বনপা’র জরুরী সভা
২৫ সেপ্টেম্বর ২০২১ইং রোজ শনিবার রাত ৯ ঘটিকায় বনপার প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনির পরিচালনায় সমসাময়িক বিষয়গুলী নিয়ে আলোচনা ও পরবর্তী করনীয় নির্ধারণের জন্য জরুরী ভার্চুয়াল সভার আয়োজন করেছে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন - বনপা।
জুম মিটিং আইডিঃ 575 580 3233 এবং জুম মিটিং পাসওয়ার্ডঃ DZS@2020
বনপার সাধারণ সম্পাদক, রোকমুনুর জামান রনি, সকল সদস্যদের উক্ত ভার্চুয়াল সভায় উপস্থিত থেকে মতামত দেওয়ার অনুরোধ করেছেন। সেই সাথে সদস্যদের স্বার্থে কাজ করার জন্য বনপার আইন উপদেষ্টা বৃন্দ, সিনিয়র সদস্যবৃন্দ ও আইন বিষয়ক উপকমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
বিঃদ্রঃ বনপার অফিসিয়াল (www.facebook.com/bonpa2012) ফেসবুক পেইজে ও বনপার ওয়েবসাইট (www.bonpa.org) নোটিশ বোর্ডে জুম মিটিং লিংক, আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে।
লিংক: Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/5755803233?pwd=MGNBT0plL0lmTVpzR2hreWVUQ2JCdz09
Meeting ID: 575 580 3233
Passcode: DZS@2020
Download