বিস্তারিত সংবাদ
ছোট ভাই ওয়ালী উল্লাহ খানের ষ্ট্যাটাস প্রসঙ্গে আমার বক্তব্য
মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ শহীদমুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বনপা’র সকল সদস্য ভাই/বোনদের জানাতে চাই, ২০১২ সালের ১৫ অক্টোবর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তথ্যমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে আমার উপর যে গুরু দায়িত্ব প্রদান করেছিলেন আপনাদের সাথে নিয়ে সে দায়িত্ব যথাযথ ভাবে পালন করার চেষ্টা করেছি। আপনারা জানেন অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন নীতিমালা তৈরীর জন্য তথ্য-মন্ত্রণালয় ৬ সদস্যের যে কমিটি গঠন করেছিলেন সেই কমিটিতে বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমাকে সদস্য করা হয়েছিল । প্রায় ১ বছর ধরে ৭টি সভার মাধ্যমে বিনা টাকায় পোর্টাল নিবন্ধনের নীতিমাল চুড়ান্ত করা সম্ভব হয়। আমি ২০১২ সালের ১৫ অক্টোবর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনের জাতীয় সম্মেলনে ওয়াদা করেছিলাম বিনা টাকায় পোর্টাল নিবদ্ধন না হওয়া পর্যন্ত আমি আপনাদের সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাব। আমি আমার ওয়াদা রক্ষা করেছি ।
আজ বনপা একটি প্রতিষ্ঠিত সংগঠন । এই সংগঠন চালাতে গিয়ে আমি ২ বছর ৩ মাস ঢাকাতে অবস্থান করেছি। পেয়েছি আপনাদের আকুন্ঠ সমর্থন আর অফুরন্ত ভালোবাসা। বনপা’র সুনাম সুখ্যাতিতে আজ অনেকেই ঈর্ষান্বিত। আবার কেউ কেউ বনপা’র সদস্য পদ প্রাপ্তির ৬ মাস নাই যেতে এবং পোর্টাল মালিকদের কোন স্বার্থ সংশ্লিষ্ট কর্মকান্ড না করেও ব্যক্তিগত স্বার্থে বনপা’র নেতা হতে চায় । বনপা’র গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের জন্য বনপা থেকে চির বহিষ্কৃত কেউ কেউ বনপা’র নেতা সেজে ( গায়ে মানে না আপনে মোড়ল) ফুলের ডালি নিয়ে মতিঝিলের অফিস পাড়ায় তেলবাজি করে নিজেদের আখের গোছনোর তালে ব্যস্ত রয়েছে। আমি বিশ্বাস করি বনপা’র নিবেদিত প্রাণ সদস্য ভাই/বোনরা ওই প্রতারক চক্রের কথায় কান দিবে না। বনপা’র একনিষ্ট কর্মী ছোট ভাই ওয়ালী উল্লাহ খানের ষ্ট্যাটাস পড়ে আমি অভিভুত । আপনাদের নিশ্চয় মনে আছে বিগত নির্বাচনের দিন সারা দেশের বনপা’র সদস্যরা ছোট ভাই রনির প্রস্তাবে বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমাকে আ-মৃত্যু সভাপতি রাখার জন্য আপনারা সমর্থন জানিয়েছিলেন।
আমি মনে করি এটাই আমার পরম পাওয়া । এর বেশী আমার চাওয়া-পাওয়ার কিছু নেই ।
আপনারা নিশ্চয় জেনেছেন এসআর টিভি নামে আমি একটি পূর্নাঙ্গ অনলাইন টেলিভিশন তৈরীর কাজ হাতে নিয়েছি। এ ছাড়া ব্যক্তিগত ব্যবসা নিয়েও এখন আমি খুব ব্যস্ত। আমার হাতে সময় খুবই কম। যে কারণে বনপা’র ২০১৭ সালের অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ না গ্রহন করারই সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের কাছে আমার বিশেষ আবেদন এই নির্বাচনে আমার চেয়ে বেটার কাউকে সভাপতি হিসেবে নির্বাচিত করুন। কারণ পোর্টাল নিবন্ধনের পরও বনপা’র আন্দোলন শেষ হবে না। বিজ্ঞাপনসহ পোর্টাল মালিকদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরকারের সাথে দেন দরবার এমনকি আন্দোলন করা লাগতে পারে । তাই বনপা’কে এগিয়ে নেয়ার জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব । আমি জেনেছি আমার সহকর্মী বনপা’র সুযোগ্য সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীও এবার নির্বাচন করতে চাচ্ছেন না । সে ক্ষেত্রে যোগ্য সভাপতি ও যোগ্য সাধারণ সম্পাদক নির্বাচিত করা আপনাদের মহান দায়িত্ব।
আপনাদের সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘয়ূ কামনা করি সেই সাথে বনপা’র একটি শক্তিশালী কমিটি আপনারা উপহার দিবেন এই প্রত্যাশা করি ।
ধন্যবাদসহ-
আপনাদের স্বপন ভাই
মোবা : ০১৭১৬৯৫৪৯১৯
০১৯১০১০৩০১৬
তারিখ : ২৫/০৩/২০১৭ খ্রি:
ওয়ালী উল্লাহ খানের ষ্ট্যাটাস -------------
বনপা নির্বাচন-২০১৭ : নতুন নেতৃত্বের প্রস্তাবনা
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)-এর আসন্ন নির্বাচন-২০১৭কে সামনে রেখে দেশের বিভিন্ন ইউনিটে জোর আলোচনা শুরু হয়েছে আগামীর নেতৃত্ব নিয়ে। আমার জানামতে এখন পর্যন্ত প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক নেতা শামসুল আলম স্বপন- এর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও সেক্রেটারি পদ নিয়ে চলছে আলোচনা। কয়েকজন শীর্ষ নেতৃত্ব ইতোমধ্যেই সেক্রেটারি পদে নির্বাচন করতে চান বলে ভোটারদের মধ্যে গুঞ্জন। এর মধ্যেই বর্তমান সেক্রেটারি অত্যন্ত ভদ্র-মার্জিত এবং সফল সেক্রেটারি আকতার চৌধুরী আগামী নির্বাচনে সেক্রেটারি পদে নির্বাচন করতে চান না বলে শোনা যাচ্ছে। এরই প্রেক্ষিতে বনপা'র একজন সচেতন ভোটার হিসেবে একটি প্রস্তাবনা পেশ করছি।
আগামী নির্বাচনে সেক্রেটারি হিসেবে বনপা'র অন্যতম রাহাবার,পরিশ্রমী, সিধ্বান্ত প্রতি আনুগত্যশীল, পরপর দুইবারের সফল সিনিয়র যুগ্ম সম্পাদক, দিনাজপুর নিউজ ২৪ ডটকম-এর প্রকাশক ইঞ্জিনিয়ার রোকমুনুর জামান রনিকে দেখতে চাই।
শামসুল আলম স্বপন-রোকমুনুর জামান রনি-আকতার চৌধুরী-মুহিত চৌধুরী-নির্মল বড়ুয়া মিলন'র নেতৃত্বে একটি শক্তিশালী কমিটি গঠিত হলে সারাদেশের বনপা'র সদস্যবৃন্দ উপকৃত হবেন বলে বিশ্বাস করি।
ওয়ালী উল্লাহ খান
নির্বাহী সম্পাদক, ফাস্ট বিডিনিউজ ২৪ ডটকম।
সহ-সাংগঠনিক সম্পাদক, বনপা।