নোটিশ

বিস্তারিত সংবাদ

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন পেলেন বিএনএফ এ্যায়ার্ড-২০১৮

দারিদ্র্য বিমোচন, দেশকল্যাণ, কর্মপরায়ণ উদ্ভাবক ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য কুষ্টিয়ার সেবা সংস্থার নির্বাহী পরিচালক, বাংলাদেশ নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা ) প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল আলম স্বপন কে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সম্মাননা স্মারক (বিএনএফ এ্যায়ার্ড-২০১৮) প্রদান করা হয়েছে। গত ৭ এপ্রিল শনিবার বিকেলে ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটরিয়ামে আয়োজিত বর্নাঢ্য অনুষ্ঠানে এই বিরল সম্মান সূচক পদক শামসুল আলম স্বপনের হাতে তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিমা খাতুন । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো: নজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন অর্থসচিব মোহাম্মাদ মুসলিম চৌধুরী, সিনিয়র সচিব অর্থবিভাগ ইউনুসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এফ এম ইয়াহিয়া চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিএনএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো: সদর আলী বিশ্বাস ।
পদক পাওয়ার পর শামসুল আলম স্বপন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এ বিরল সম্মাননার কৃতিত্ব আমার একার নয় । এ কৃতিত্ব  বনপা ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের সকল শাখার সকল সদস্যের । তিনি তাঁর কাজের স্বীকৃতি দানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনএফকে সাধুবাদ জানান।


নিউজ