নোটিশ

বিস্তারিত সংবাদ

বনপা’র সদস্যদের অনলাইন বিষয়ক প্রশিক্ষণে অংশ গ্রহন প্রসঙ্গে

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন সাংবাদিকতা বিষয়ে আগের মতই প্রশিক্ষণ প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) ।

সরকারের সার্বীক সহযোগিতায় ২০১৭ সালে পর্যায় ক্রমে প্রতি বিভাগে অনলাইন নিউজ পোর্টাল মালিক,সম্পাদক ও সাংবাদিকদের অনলাইন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। গুরুত্বপূর্ন এ প্রশিক্ষণে শুধু মাত্র বনপা’র সদস্যরা অংশ গ্রহন করতে পারবেন। এ ব্যাপারে প্রশিক্ষণার্থীদের তালিকা ভুক্তির কাজ শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত তালিকা ভুক্তির কাজ চলবে । যারা প্রশিক্ষণে অংশ গ্রহন করতে আগ্রহী তাদেরকে ২৮ ফেব্রুয়ারীর মধ্যে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো ।

ধন্যবাদসহ-
শামসুল আলম স্বপন
সভাপতি
বনপা।
মোবা: ০১৭১৬৯৫৪৯১৯

অধ্যাপক আকতার চৌধুরী
সাধারণ সম্পাদক
বনপা।
মোবা : ০১৭১১৩১৫১৭১

যোগাযোগের ঠিকানা :

ইঞ্জি. রোকমুনুর জামান রনি
যুগ্ম-সাধারণ সম্পাদক
বনপা
১২/৬,সলিমুল্লাহ রোড (২য় তলা)
মোহাম্মদপুর ,ঢাকা-১২০৭।
মোবা: ০১৭২২১৫৮১৩০


নিউজ