নোটিশ

বিস্তারিত সংবাদ

বনপার সদস্য সংগ্রহ ও সাংগঠনিক সমন্বয় উপ-কমিটি-২০২১ অনুমোদন


বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা’র ১৯ জুন ২০২১ এর জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি শামসুল আলম স্বপনের নির্দেশে "সদস্য সংগ্রহ ও সাংগঠনিক সমন্বয় উপ-কমিটি-২০২১" এবং সাংবাদিক প্রশিক্ষণ, প্রকাশনা ও প্রচার-উপ-কমিটি-২০২১ অনুমোদন করেন সংগঠনের সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি। 

বনপার আন্তর্জাতিক ইউনিট সহ সকল জেলা কমিটি গঠন/নবায়ন/ পূর্ণাঙ্গ কমিটি গঠনে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকে সাহায্য করতে ভুমিকা রাখবে এই "সদস্য সংগ্রহ ও সাংগঠনিক সমন্বয় উপ-কমিটি-২০২১" প্রতিটি বিভাগে এই উপকমিটি একযোগে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা’র সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধি করবেন বলে আশা করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।  বনপার সাধারন সম্পাদক আরও বলেন, সারাদেশে সাংবাদিকদের পাঁশে দাঁড়াতে, বনপার সক্রিয় সদস্য ও আইনজীবীদের নিয়ে ঈদের পর  "সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ও আইন সহায়ক উপ-কমিটি" গঠন করা হবে। 

"সদস্য সংগ্রহ ও সাংগঠনিক সমন্বয় উপ-কমিটি-২০২১" 

প্রধান উপদেষ্টাঃ
শামসুল আলম স্বপন (সভাপতি,বনপা)
উপদেষ্টাঃ
রোকমুনুর জামান রনি (সাধারন সম্পাদক,বনপা)
অধ্যাপক আকতার চৌধুরী
মুহিত চৌধুরী
নির্মল বড়ুয়া মিলন

আহ্বায়কঃ   ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ও সদস্য সচিবঃ  সুজন ভৌমিক

সদস্য সমূহঃ (বিভাগ অনুযায়ী)
ঢাকা বিভাগঃ
কাউছার আহমেদ চৌধুরী বিজয়, ঢাকা।
সফিকুল ইসলাম প্রধান, নরসিংদী। 
তানভীর আহমেদ, ঢাকা।
নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ।
শাহজামাল শাওন, ঢাকা। 
সাইফুল্লাহ, যাত্রাবাড়ী, ঢাকা।
গৌতম সাহা, নারায়ণগঞ্জ
মো: আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ
মোঃ নুরুল আমিন, গাজীপুর। 
হাজী মোঃ রফিকুল ইসলাম, গাজীপুর। 
আবুল কাশেম, ঢাকা। 
এস এম সাইফুর রহমান, ঢাকা। 
মাহির শাহরিয়ার শিশির, ঢাকা। 
নজরুল ইসলাম নয়ন দয়া, ঢাকা।
শফিউল আজম, গোপালগঞ্জ। 
রফিক উজ্জামান, গোপালগঞ্জ।
কাজী বিপ্লব হাসান, মুন্সিগঞ্জ।

রংপুর বিভাগঃ
মাহমুদুল হক মানিক, দিনাজপুর। 
সুমন আকরাম, গাইবান্ধা। 
মোফাচ্ছিলুল মাজেদ, দিনাজপুর। 
নাজির হোসাইন, লালমনিরহাট।
ফরিদুল ইসলাম,নীলফামারী। 
জি এম এম সৌরভ, রংপুর। 
মনজুরুল ইসলাম,কুড়িগ্রাম। 
আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও। 
মোস্তফা কামাল সুমন, গাইবান্ধা।
 
সিলেট বিভাগঃ
মোহাম্মদ গোলজার আহমদ, সিলেট। 
সাইফুল ইসলাম, সিলেট। 
রাজ্জাক আহমেদ রাজা, সিলেট।
শিব্বির আহমদ ওসমানী, সিলেট। 
জসিম উদ্দিন, সিলেট।
জাবেদ, হবিগঞ্জ। 
এ কে মিলন আহমেদ, সুনামগঞ্জ। 

চট্টগ্রাম বিভাগঃ
শাহাদাৎ হোসেন আশরাফ, চট্টগ্রাম।
মোহাম্মদ হামিদুর রহমান, চট্টগ্রাম।
শহীদুল ইসলাম, চট্টগ্রাম।
ইসলাম মাহমুদ, কক্সবাজার।
এম. সালাহ উদ্দিন আকাশ, কক্সবাজার। 
আরিফ হোসেন, কুমিল্লা।
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ফেনী। 
শেখ মোঃ মহসীন, চাঁদপুর। 
সানা উল্লাহ সানু, লক্ষ্মীপুর। 
মোবারক হোসেন,খাগড়াছড়ি।
জসাইউ মার্মা, বান্দরবান।
আল আমীন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া।

বরিশাল বিভাগঃ
মামুনুর রশীদ নোমানী,বরিশাল। 
পরিমল মজুমদার, বরিশাল। 
মুহাম্মদ লুৎফর রহমান, পটুয়াখালী।
ফরহাদ হোসেন, ভোলা।
মোঃ মোতাছিম বিল্লাহ, ভোলা।

খুলনা বিভাগঃ
ইশরাত ইভা, খুলনা। 
শরিফুল ইসলাম, ঝিনাইদহ। 
ইনছান আলী,ঝিনাইদহ। 
মিজানুর রহমান জনি,মেহেরপুর। 
শেখ নাজমুল, কুষ্টিয়া। 
সৈয়দ খায়রুল আলম, নড়াইল।
ওলিউল্লাহ্‌ খান, যশোর। 
রবিউল ইসলাম,যশোর।

রাজশাহী বিভাগঃ
সরকার রুহুল আমীন, পাবনা।
মাকছুদ আলম,বগুড়া। 
সিবলু মিয়া, বগুড়া।
সোহেল রানা, সিরাজগঞ্জ। 
শফিক রুমন, সিরাজগঞ্জ।
শিরাফুল ইসলাম, রাজশাহী।
শামসুল আলম, পাবনা।
শামসুন্নাহার সোহানা, চাঁপাইনবাবগঞ্জ। 
মোহাঃ ইমরান আলী, চাঁপাইনবাবগঞ্জ।
শাহাদৎ রাজীন সাগর, নওগাঁ।
    
ময়মনসিংহ বিভাগঃ 
খাইরুল ইসলাম আল আমিন, ময়মনসিংহ। 
খায়রুল ইসলাম, কিশোরগঞ্জ। 
আফজাল শরীফ, জামালপুর।
আশরাফুল আলম, নেত্রকোণা।
মোঃ আবুল বাশার, ময়মনসিংহ। 
আজিজুল ইসলাম, ময়মনসিংহ।
 
আন্তর্জাতিক ইউনিটঃ 
মোহাম্মদ মকিস মনসুর
ম. জয়নুল আবেদীন রোজ
মোহাম্মাদ শরীফুজ্জামান 
আজিজুল আম্বিয়া
আফজাল হোসেন রোমান


নিউজ