নোটিশ বিস্তারিত

অনলাইনে বনপার জরুরী সভা ১৯ জুন'২১ রাত ৮ টায়

আগামী ১৯ জুন ২০২১ইং রোজ শনিবার রাত ৮ ঘটিকায় বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপার প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপনের সভাপতিতে ও সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনির পরিচালনায় অনলাইন প্ল্যাটফর্ম 'জুম' এর ভিডিও কনফারেন্সে বনপার  জরুরী সভা  অনুষ্ঠিত হবে। (www.bonpa.org) বনপার অফিসিয়াল ওয়েবসাইট নোটিশ বোর্ডে, বনপার অফিসিয়াল (www.facebook.com/bonpa2012) ফেসবুক পেজে এবং এসএমএস এর মাধ্যমে জুম মিটিং আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে।

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/5755803233?pwd=MGNBT0plL0lmTVpzR2hreWVUQ2JCdz09

Meeting ID: 575 580 3233
Passcode: DZS@2020

বনপার সম্মানিত সকল সদস্যকে সাধারণ সভায় অংশ গ্রহনের জন্য অনুরোধ করা হল।

সভার আলোচ্যসূচীঃ-
১) বনপার মৃত সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ এবং মৃত সদস্য ও অসুস্থ সদস্যদের জন্য দোয়া। 
২) বনপার সাংগঠনিক কাজে আরও গতি আনতে উপকমিটি গঠন বিষয়ে আলোচনা ও সিরধান্ত গ্রহন। 
৩) বনপার বিভিন্ন জেলা কমিটি অনুমোদন। 
৪) বনপার আয়োজনে সাংবাদিক প্রশিক্ষণ বিষয়ে আলোচনা। 
৫) বিবিধ।

 

Download

নিউজ