নোটিশ বিস্তারিত

জানুয়ারীতে ৪টি কেন্দ্রীয় উপ-কমিটি করছে বনপা

গত ২ রা জানুয়ারী ২০২১ এ সাধারণ সভার সিদ্ধান্ত মতে, বনপার নিবেদিত ও সক্রিয় সদস্যদের  নিয়ে প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপনের নির্দেশে সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে জানুয়ারীতে  নিম্নের ৪টি কেন্দ্রীয় উপ-কমিটি গঠন করতে যাচ্ছে বনপা।   
১) আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি।  
২) সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ও আইন সহায়ক উপ-কমিটি। 
৩) সাংবাদিক প্রশিক্ষণ, প্রকাশনা ও প্রচার উপ-কমিটি। 
৪) তথ্যপ্রযুক্তি ও সদস্য সংগ্রহ উপ-কমিটি।  

 বনপার সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি বলেন, “ সভাপতি মহোদয়ের  নির্দেশে বনপার নিবেদিত ও সক্রিয় সদস্যদের উৎসাহিত করতে খুব শীঘ্রই উপ-কমিটি গুলো গঠন করা হবে। অতঃপর আগামী মার্চ মাসের পূর্বে  সিনিয়র-জুনিয়রের সমন্বয়ে  বনপার নিবেদিত ও সক্রিয় সদস্যদের সাথে নিয়ে সময় উপযোগী কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে”।

Download

নিউজ