নোটিশ

বিস্তারিত সংবাদ

করোনা ভাইরাস বিষয়ে বনপা’র সদস্যদের প্রতি অনুরোধ

প্রিয় সহকর্মী, শুভেচ্ছা নিরন্তর । আজ সারা বিশ্বের মত আমাদের দেশও আসমানী গজব করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য সরকারকে সার্বিক সহযোগিতা করা সচেতন মানুষ ও মিডিয়াকর্মী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য মিডিয়া কর্মী হিসেবে ইতিবাচক ভূমিকা রাখতে হবে । 

পরিস্থিতি আরো খারাপ হলে হয়তো প্রিন্ট পত্রিকা প্রকাশনা বন্ধ হয়ে যেতে পারে। তখন অনলাইন নিউজ পোর্টালের সংবাদের উপর নির্ভরশীল হয়ে পড়বে জনগণ। এ ক্ষেত্রে আমাদের উচিৎ আতংক ছড়ায় এমন সংবাদ বর্জন করা। করোনা রোধে আমাদের জনপ্রিয় সেনা বাহিনী এখন মাঠে । প্রশাসন সহ তাদেরকে সহযোগিতা করাও আমাদের নৈতিক দায়িত্ব । 

এমন কোন সংবাদ যেন আমরা প্রচার না করি যাতে জনগণ আতংকিত হয় । পাশাপাশি পজেটিভ রিপোর্ট গুলো প্রচার করে জনগণকে আশ্বস্থ্য করতে হবে। কোথাও করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সন্ধান পেলে সাথে সাথে প্রশাসনকে জানানোর জন্য বনপা’র সকল সদসদের প্রতি অনুরোধ জানচ্ছি। নিজেরা পরিবারের সদস্যদের নিয়ে সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ থাকার পরামর্শ দিন।
আল্লাহ হাফেজ ।

শুভ কামনায় 
শামসুল আলম স্বপন 
প্রতিষ্ঠাতা সভাপতি, বনপা। 


নিউজ