বিস্তারিত সংবাদ
বনপা চট্টগ্রাম জেলার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) চট্টগ্রাম জেলার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন, ২০ রমজান শুক্রবার নগরীর জামালখানস্থ সিনিয়রস ক্লাবে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটিজি বাংলা২৪.কম এর প্রকাশক সোলায়মান মেহেদী হাছান, দূর্ণীতি দমন২৪.কম সম্পাদক এম.মিলাদ উদ্দিন মুন্না, নিউজ চিটাগাং২৪.কম এর নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, সিটিজি লাইভ নিউজ২৪.কম সম্পাদক বাবলু দাশ, টাইমস অব বাংলাদেশ.কম সম্পাদক মিজানুর রহমান, চট্টগ্রাম বিজনেস নিউজ সম্পাদক রেজাউল করিম, ফোকাস বাংলা নিউজ.কম প্রকশক হামিদুর রহমান, চিটাগাং কন্ঠ.কম সম্পাদক এম.আর.আমিন, ক্রাইম ফোকাস২৪.কম এর বাবলু বড়ূয়া, দেশবার্তা.কম এর নির্বাহী সম্পাদক ইয়াছির আরাফাত, নিউজ একাত্তর.কম এর ব্যবস্থাপনা সম্পাদক জিয়া উদ্দিন কাদের, সিটিজি সংবাদ.কম এর প্রকাশক মামুনুর রশিদ মামুন, আমাদের সময়ের জাহেদ জামাল, দৈনিক যায়য়ায় কাল প্রতিনিধি ঈসা মোহাম্মদ তকী তাজওয়ার, চ্যানেল কর্ণফূলী ব্যুরো প্রধান এম.ইসমাঈল সাগর, সিটিজি সংবাদ এর সুমন শাহ, বাবলা মিয়া প্রমূখ।
এছাড়া অনলাইন কনফারেন্সে বক্তব্য রাখেন চিটাগাং ডেইলী সম্পাদক মোঃ ইয়াকুব, সোনালী নিউজ সম্পাদক শাহাদাৎ হোসেন আশরাফ, নিউজ গার্ডেন সম্পাদক কামরুল হুদা, বিডি সময়২৪.কম সম্পাদক ফখরুল ইসলাম পরাগ, বাংলা নিউজ৭১.নেট সম্পাদক শাহজাহান সাজু।
আলোচনা সভায় অনলাইন পত্রিকার জনপ্রিয়তা ধরে রাখতে সবাইকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকার আহবান জানানো হয়। বনপা’র সদস্যদের যেকোন বিপদে সবাইকে ঐক্যবদ্ধ থেকে তা মোকাবেলার জন্য অনুরোধ জানানো হয়।
সভায় বর্তমানে নিউজ পোর্টাল মালিক/সম্পাদকদের এ বৃহৎ এ সংগঠনে বিনা ফি’তে ফরম পূরণ করে সংশ্লিষ্টদের সদস্য হওয়ার জন্য উদাত্ত আহবান জানানো হয়।
আলোচনা সভায়, ঈদের পর মহাসমারোহে সম্মেলনের মধ্য দিয়ে বনপা চট্টগ্রাম জেলা কমিটি গঠনের সিন্ধান্ত গৃহীত হয়।