বিস্তারিত সংবাদ
তরুন প্রজন্মের অহংকার জুঁই চাকমাকে বনপা’ ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন
বনপা নিউজ : পাহাড়ে বাঙালী-পাহাড়ীদের মধ্যকার বৈষম্য অবসানের জন্য অকুতোভয় সৈনিক তরুন সমাজের অহংকার রাঙামাটির একমাত্র নারী প্রার্থী বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসাসিয়েশন (বনপা)র নেত্রী সাংবাদিক জুঁই চাকমা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক বাম মোর্চা (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টি)র মনোনয়ন প্রত্যাশী ।
আমরা বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসাসিয়েশন (বনপা)র পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন,সিনিয়র সহ-সভাপতি, জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক আকতার চৌধুরী,সাধারণ সম্পাদক ইঞ্জি: রোকমুনুর জামান রনিসহ বনপা’র সকল সদস্য তাঁকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি । নির্বাচনে জুঁই চাকমাকে সার্বিক সহযোগিতা করার জন্য চট্রগ্রাম বিভাগের বনপা, অনলাইন প্রেসক্লাবের সকল সদস্য ও রাঙামাটিবাসীকে অনুরাধ জানাচ্ছি।