নোটিশ
-
বনপার জরুরী সভা (বুধবার) ৬ অক্টোবর-২০২১, রাত ৯ ঘটিকায়
প্রকাশ সময়: 03 Oct 2021 -
৩০ সেপ্টেম্বর সিলেটে বনপার বর্ধিত সভা
প্রকাশ সময়: 28 Sep 2021 -
২৫ সেপ্টেম্বর শনিবার রাত ৯ টায় বনপা’র জরুরী সভা
প্রকাশ সময়: 23 Sep 2021 -
বনপার জরুরী প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ সময়: 16 Sep 2021 -
আজ (১৪ সেপ্টেম্বর) রাত ৯ টায় জুমে বনপার জরুরী সভার আহ্বান
প্রকাশ সময়: 14 Sep 2021 -
বনপার জরুরী সভা শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯ টায় জুমে অনুষ্ঠিত হবে।
প্রকাশ সময়: 08 Sep 2021 -
২৪ জুলাই’২১ইং রাত ৯ টায় বনপা’র “ঈদ আড্ডা”
প্রকাশ সময়: 22 Jul 2021 -
২৬ জুন, শনিবার রাত ৮:৩০ মিনিটে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক মিটিং
প্রকাশ সময়: 24 Jun 2021 -
২৪ জুন বনপার সিলেট ও খুলনা বিভাগীয় সাংগঠনিক মিটিং
প্রকাশ সময়: 22 Jun 2021 -
অনলাইনে বনপার জরুরী সভা ১৯ জুন'২১ রাত ৮ টায়
প্রকাশ সময়: 13 Jun 2021 -
জানুয়ারীতে ৪টি কেন্দ্রীয় উপ-কমিটি করছে বনপা
প্রকাশ সময়: 04 Jan 2021 -
ক্যালেন্ডার ২০২১ উপকমিটি গঠন
প্রকাশ সময়: 29 Dec 2020 -
বনপার সাধারণ সভা ২য় জানুয়ারী ২০২১, সকল সদস্য অনলাইনে আমন্ত্রিত
প্রকাশ সময়: 15 Dec 2020 -
২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬:৩০ মিনিটে বনপার অনলাইনে সাংবাদিক প্রশিক্ষণ জুমে অনুষ্ঠিত হবে
প্রকাশ সময়: 25 Sep 2020 -
৩ জুলাই একসাথে ২টি ক্লাস রাত ৮ টায় বনপার অনলাইনে সাংবাদিক প্রশিক্ষণ জুমে অনুষ্ঠিত হবে
প্রকাশ সময়: 01 Jul 2020 -
২৮ জুন রাত ৯টায় অনলাইনে সাংবাদিক প্রশিক্ষণ জুমে অনুষ্ঠিত হবে
প্রকাশ সময়: 27 Jun 2020 -
২৪ জুন রাত ৯ টায় অনলাইনে সাংবাদিক প্রশিক্ষণ জুমে অনুষ্ঠিত হবে
প্রকাশ সময়: 23 Jun 2020
বিস্তারিত সংবাদ
সন্ত্রাসবিরোধী কমিটি দলীয় হবে না: সৈয়দ আশরাফ

প্রশাসনের আওতায় স্থানীয় পর্যায়ে সন্ত্রাস ও নাশকতাবিরোধী যেসব কমিটি করা হবে, সেগুলো দলীয় বা দলের অঙ্গসংগঠন হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, অন্য দল থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরাও এসব কমিটিতে থাকবেন। আওয়ামী লীগ দলীয়ভাবে মাঠপর্যায়ে সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটি গঠন করছে। এটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। কিন্তু প্রশাসনিকভাবে যে কমিটি হবে, সেগুলো দলীয় হবে না বলে জানান তিনি। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, মাঠপর্যায়ে পুলিশের সঙ্গে জেলা প্রশাসনের সমন্বয়হীনতা আছে বলে মনে হয় না। প্রশাসন যাতে সব সময় গতিশীল থাকে, সে জন্য জেলা প্রশাসকদের কিছু পরামর্শ দেওয়া হয়েছে। সৈয়দ আশরাফ আরও বলেন, জেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ করে না। তবে প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন কাজে নেতৃত্ব দেন এবং জনমত সৃষ্টি করেন। এটাও অনেক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
নিউজ
