নোটিশ

বিস্তারিত সংবাদ

মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে ‘বনপা’ চট্টগ্রাম জেলার শোক প্রকাশ

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
এক শোক বার্তায় সংগঠনটির জেলা সভাপতি মোহাম্মদ ইয়াকুব ও সাধারণ সম্পাদক কামরুল হুদা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অন্যান্য বিবৃতিদাতারার হলেন সিনিয়র সহ-সভাপতি সুলাইমান মেহেদী হাসান (সিটিজি বাংলা২৪.কম), সহ-সভাপতি এম.মিলাদ উদ্দিন মুন্না (দূর্নীতি দমন২৪.কম), বাবলু দাশ (সিটিজি লাইভ নিউজ২৪.কম), সিনিয়র যুগ্ম-সম্পাদক মামুনুর রশিদ মামুন(সিটিজি সংবাদ২৪.কম), যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন সোহান (চট্টগ্রাম সময়.কম), শাহজাহান সাজু (বাংলা নিউজ৭১.নেট), দপ্তর সম্পাদক মিজানুর রহমান (টাইমস অব বাংলাদেশ.কম)। সদস্য যথাক্রমে আবু তাহের (সিটিজি সংবাদ.কম) শাহাদাৎ হোসেন আশরাফ (সোনালী নিউজ২৪.কম), ফখরুল ইসলাম চৌধূরী পরাগ (বিডি সময়২৪.কম), রেজাউল করিম (চট্টগ্রাম বিজনেস নিউজ.কম), শামসুদ্দিন চৌধূরী (মেঘনা নিউজ.কম), জাহেদ কায়সার (ডেইলী টাইমস বিডি.নেট), মারুফ পাটওয়ারী (নিউজ বাংলা টিভি.কম), এম.আর.আমিন (সিটিজি কন্ঠ.কম), বাবলু বড়ূয়া (ক্রামই ফোকাস২৪.কম), জিয়াউদ্দিন কাদের (নিউজ একাত্তর.কম), মোঃ ইয়াসির আরাফাত (দেশবার্তা২৪.কম), মাহমুদুর রহমান তাওহীদ (কর্ণফুলী টিভি.কম)।

মহিউদ্দিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম শহরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
মহিউদ্দিন চৌধুরীর ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আজ শুক্রবার ভোরে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। বঙ্গবন্ধু খ্যাত এই চট্টল বীরের মৃত্যুতে চট্টগ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।
এবিএম মহিউদ্দিন চৌধুরীর একান্ত সচিব ওসমান গণি জানান, মহিউদ্দিন চৌধুরীর মরদেহ বর্তমানে নগরীর চশমাহিলস্থ নিজ বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে পারিবারের স্বজনরা সবাই আছেন।
আর এ নেতাকে দেখতে দলীয় নেতাকর্মী ও চট্টগ্রামের সর্বস্তরের মানুষ বাসভবনে ভীড় করছেন। ওসমান গণি জানান,
চট্টগ্রামের গনমানুষের এই নেতার লাশ দাফনে কাজ শুরু হয়েছে। বাসভনের নিকটস্থ চশমাহিলের কবরস্থানে তার লাশ দাফন করা হবে। এর আগে নগরীর লালদীঘি ময়দানে বাদ জুমা জানাজা অনুষ্ঠিত হবে।


নিউজ